সংবাদ বিজ্ঞপ্তি:
রামুর প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন সিকদার পাড়া সড়কে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত, জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিশুদের মেধা বিকাশের নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার হিফজ বিভাগের নাযেরা সম্পন্নকারী ৬ জন ও কায়দা সম্পন্নকারী ২ জন মোট ৮ জন শিক্ষার্থীদের সবক প্রদান,মহান বিজয় দিবসের আলোচনা সভা ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর মাদরাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের
১ম অধিবেশন সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান,২য় অধিবেশন সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজয় দিবসের আলোচনা ও ৩য় অধিবেশন সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব ,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কলঘর আবু বক্কর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা’র সুপার মাওলানা শরিফুল হক।
২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাছান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সডিজিটাল গ্রুপের ডিরেক্টর,বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট শফিউল আলম।
৩য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা আরবি প্রভাষক মাওলানা হাফেজ আবুল ফয়েজ আনছারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সডিজিটাল গ্রুপের ডিএমডি জনাব জয়নাল আবেদীন ও কক্সডিজিটাল গ্রুপের ডিরেক্টর জনাব শফিকুর রহমান।
তিনটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে মাদরাসা ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।হামদ-নাত,ক্বিরাত,আরবি, বাংলা ও ইরেজি ৩ ভাষায় বক্তব্য সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২৩ সালে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা। এখানকার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি আদব-আখলাক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়।তাই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যে সচেতন অভিভাবকদের মনে জায়গা করে নেয়।
এসময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিজেকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে পারবে।
সহকারি শিক্ষক আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,৮ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী জুলফিকার মাহমুদের পিতা জনাব হাফেজ আবু সুলতান,নার্সারীতে অধ্যয়নরত শিক্ষার্থী আবরারের পিতা হাফেজ মোতাহেরুল হক।
প্রশাসনিক কর্মকর্তা জনাব মুহাম্মদ আক্তার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে কো-অর্ডিনেটর হাফেজ মিজানুর রহমানের পরিচালনায় সহযোগিতা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুছ ও হোস্টেল সুপার হাফেজ কামাল হোছাইন।
মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার হিফযের সবক প্রদান অনুষ্ঠান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।