নিজস্ব প্রতিবেদক:
আমেরিকার প্রায় দেড়শ বছরের প্রাচীন প্রতিষ্ঠান ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “একাডেমিক পার্টনারশিপ চুক্তি” সম্পন্ন হয়েছে।
১৭ ডিসেম্বর সিবিআইইউ সভাকক্ষে দ্বিপাক্ষিক চুক্তিতে ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষে এসোসিয়েট ডিন ড. উইলিয়াম ফিলিপ্স ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষে ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ স্বাক্ষর করেন।
দুই ইউনিভার্সিটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষরকালে ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাজেদুর রহমান, সিবিআইইউর ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী, একাডেমিক এডভাইজার প্রফেসর ড. তৌফিক সাঈদ ও প্রফেসর সাদাত জামান খান, প্রশাসনিক এডভাইজার খোরশেদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হামিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমেরিকার ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ নিয়ে পড়তে পারবে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি হয়ে অনলাইনেও পড়ার সুযোগ রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।