আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ আতাহারুল হক (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দরগাহ পাড়া বটতলা থেকে তাকে আটক করা হয়। আটক আতাহারুল হক একই ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া বটতলা পাকা রাস্তার ওপর পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনকালে পূর্ব দিক থেকে আসা একটি টমটম গাড়ি থামানোর সংকেত দেওয়া হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা এক যাত্রী তার কোমর থেকে একটি বস্তু ফেলে দেন। সন্দেহ হওয়ায় টমটমে থাকা যাত্রী ও চালককে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর ডান হাতে থাকা ১০ রাউন্ড রাইফেলের গুলি এবং তার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।