মোহাম্মদ আলমগীর চৌধুরী ,ঈদ্গাও:
আজ (১৮/১২/২০২৪ ইং) ইদগাহ উপজেলা প্রশাসনের উদ্যোগে “আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাও জাহানারা ইসলাম উচ্চ বিদ্যালয়স্থ উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকার সময় অনুষ্টিত হয়।
এই বারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রবাসীর অধিকার , আমাদের অঙ্গীকার ,বৈষম্যহীন বাংলাদেশ , আমাদের সবার”।সার্বিক সহযোগীতায় ছিলঃ সিমস (২য় পর্যায়)প্রকল্প ,প্রত্যাশী ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব হুমায়ুন কবির , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিমল চাকমা।উক্ত অনুষ্টানে আর ও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা……।উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ ,পোকখালী প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন , বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ , প্রত্যাশী সিমস প্রকল্পের উপকারভোগী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন।
পোকখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন বলেন ,প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির মেরুদন্ড শক্তিশালী করে কিন্তু তাদের সম্পত্তির উপর চাদাবাজি ও দখলবাজি চলতে থাকে।এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথি্র ভাষণে জনাব বিমল চাকমা বলেন,প্রশিক্ষন না থাকার কারণে আমাদের দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশে গিয়ে ঝুকিপুর্ণ , নিম্ন শ্রেনীর কাজ কম বেতনে করে থাকে।অন্য দিকে ভারতে একজন ইঞ্জিনীয়ার কে পাস করার পর ৩/৬ মাসের জব রিলেটেড প্রশিক্ষন ও তাদের ভাষা ও সংস্কৃতির উপর ধারণা দেয়া হয়।তারপর প্রবাসে পাঠানো হয়।ফলে তারা অর্থ ও সম্মান দুটোই পেয়ে থাকে।সরকারের যে সক্ষমতা রয়েছে অনেক সময় সবাই কে কভারেজ এর মধ্যে নিয়ে আসা সম্ভব হয় না। অবৈধভাবে বিদেশ গিয়ে নিজের ও নিজের পরিবার কে ঝুকির মধ্যে না ফেলার অনুরোধ জানান।হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেল টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে,তিনি আর ও যোগ করেন।
সভাপতির ভাষণে জনাব হুমায়ুন কবির বলেন ,প্রবাসীদের আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়।আসলে আমাদের দক্ষ হয়ে বিদেশ যেতে হবে।সেই দক্ষতা অর্জনের জন্য যখন সরকারি ,বেসরকারী , এন জি ও এবং আগ্রহী ব্যক্তিবর্গ যখন একসাথে কাজ করবে কেবল তখনি আমরা সর্বোচ্ছ আউটপুট পাব।সবার সুস্ব স্থ্য ও দীর্ঘায়ু কামণা করে সভা শেষ করেন।