প্রেস বিজ্ঞপ্তি:
উৎসব মুখর পরিবেশে কক্সবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। পুর্ব ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়। পরে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এতে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত ১৫ টি পদের বিপরীতে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আনোয়ারুল হক জানান, জমা দেওয়া মনোনয়ন যাছাই-বাছায়ে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থীদের তালিকা শেষে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে নির্বাচন হয়নি অভিযোগ তুলে এবার গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসক্লাবের সদস্যরা।
গত ১৫ ডিসেম্বর কক্সবাজার প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় প্রফেসর আনোয়ারুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট কমিশন অনুমোদন করে আর্ন্তবর্তীকালিন কার্যকরী কমিটি। পরে ঘোষিত কমিশন আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন করতে তফসিল ঘোষণা করে।