কুতুবদিয়া সংবাদদাতা:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর কুতুবদিয়ার বাক প্রতিবন্ধী মো: শাহরিয়ার (২২) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ট্রলারের মালিক ও তার স্বজনরা।

এঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জেলে। তারা হলেন,দক্ষিণ ধূরুং ইউনিয়নের মানিক চাঁদ পাড়ার আলম নুরের পুত্র বক্কর ও একই ইউনিয়নের নয়া পড়ার আক্তার হোসাইনের পুত্র ইউচুপ।

উদ্ধার হওয়া জেলে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়া ৮ নং ওয়ার্ডের আবদুল আখের ছেলে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গভীর সাগর থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেন ট্রলারের মালিক জামাল উদ্দিন।

ট্রলারের মালিক জামাল উদ্দিন বলেন, নিখোঁজ জেলের স্বজনসহ তিন-জেলেকে দুইটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজি শুরু করি গভীর সাগরে। বুধবার সকালে গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবন্ধী মো: শাহরিয়ার (২২) কে উদ্ধার করে নিয়ে আসি। এখনো একটি ট্রলার বাকি দুই জেলেকে খোঁজাখুঁজি করছে বলে জানান। এসময় তার পিতা আবদুল আখের তাদের সাথে ছিলেন বলে জানান তিনি।

কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন জনান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ট্রলারটি ৬ জেলে নিয়ে সাগরে যায়। গত রোববার (১৬ ডিসেম্বর) রাতে দুর্ঘটনা বশত জালের মুখে পড়ে নৌকাসহ জালের ভিতর ঢুকে যায়। অনেক চেষ্টার পর  তিন জেলে কোন মতে রক্ষা পেলেও অন্য তিন জেলে জালসহ নিখোঁজ হয়ে যায়। পরে, ধলঘাটার একটি ট্রলার তাদের উদ্ধার করে।