সিবিএন ডেস্ক:
রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পেশাজীবী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “৫৬ হাজার বর্গমাইলের এ দেশ জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করবো। জামায়াত দেশবাসীকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইসলামের আদর্শে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ভিন্ন ধর্মের অনুসারীদের আমরা সংখ্যালঘু মনে করি না; সবাই এ দেশের নাগরিক এবং স্বাধীনতার সুফল ভোগ করবে।”

তিনি বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সৎ ও যোগ্য কর্মকর্তাদের সম্মান দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। পাশাপাশি একটি সঠিক ও নতুন ভোটার তালিকা প্রণয়ন জরুরি।”

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “জামায়াতের সদস্যরা দেশ, জাতি ও সমাজের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নতুন কোনো স্বৈরাচারের উত্থান আমরা হতে দেব না এবং ইসলামী আদর্শের বিজয় তরান্বিত করবো।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াতে ইসলামী আদর্শ মানুষ তৈরিতে কাজ করছে এবং ক্ষমতায় গেলে এই ধারা অব্যাহত থাকবে। ক্ষমতা নয়, ইসলামের আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ইসলামের আলোকে আধুনিক বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্মেলনে বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।