উখিয়া প্রতিনিধি:
উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে মজুতকরণ রেখেছে তেল, চিনি, ডালের বস্তা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোর্ট বাজার স্টেশনে এমন চিত্র ধরা পড়ে। তবে তথ্য অনুসন্ধানে গেলে শটকে পড়ে অসাধুচক্র।

প্রশাসন বাজার তদারকি না করায় টিসিবির অসাধু ডিলার বেপরোয়াভাবে সরকারি এই পণ্য বাজারে ছেড়ে দিচ্ছে, এমনটি অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।

কোর্ট বাজারে গেলে দেখা যায়, রাজা পালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আবু বক্কর ও তার দুই সহযোগী মিলি টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি করছে। তবে এসব মালামাল কোত্থেকে এনে বিক্রি করছে, তার তথ্য নিতে গেলে পালিয়ে যায় তারা।

স্থানীয় তথ্য সূত্রে জানা গেছে, আবু বক্করের দোকানে মজুত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ টিসিবির পণ্য। এর বাইরে তার গুদাম রয়েছে টিসিবির পণ্যের বিশাল ভান্ডার। তার মতো আরো অনেক খুচরা ব্যবসায়ী ও গুদামজাতকারী রয়েছে।

নির্ধারিত পদ্ধতি ও ন্যায্য মূল্যে সাধারণ জনগণের হাতে পৌঁছে দেওয়ার এই পণ্য নিয়ে ব্যবসা করছি অসাধু একটি চক্র।

এসব অবৈধ ডিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি দিয়েছি স্থানীয় ব্যবসায়ীরা।