ক্রীড়া ডেস্ক :
টাইপালং ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহিদ ওয়াসিম আকরাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর শুভ উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উখিয়ার টাইপালং মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে সাইলেন্ট ফুটবল একাডেমির মুখোমুখি হয় বডডেবা একতা সংঘ। তুমুল প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে সাইলেন্ট ফুটবল একাডেমিকে ৩-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করে বডডেবা একতা সংঘ। দুর্দান্ত খেলা উপহার দিয়ে টপ কালেকশনের সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বডডেবা একতা সংঘের সোহেল মাহমুদ।

এতে প্রধান অতিথি উখিয়া উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ চৌধুরী, উদ্বোধক উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান সিকদার, বিশেষ অতিথি সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল হক রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জমজমাট উদ্বোধনী ম্যাচটি উপভোগ করেন।

অতিথিরা সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টাইপালং ক্রীড়া পরিষদ, স্থানীয় জনসাধারণ ও স্পন্সর প্রতিষ্ঠান টপ কালেকশনের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন উখিয়া-টেকনাফে মাদকের যে বদনাম আছে তা দূর করতে তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এই ধরনের টুর্নামেন্ট তৃণমূল পর্যায় থেকে ভাল খেলোয়াড় তৈরী করতে ব্যাপক ভূমিকা রাখে৷ উখিয়ার কৃতি সন্তান বাংলাদেশ নারী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহেদা আক্তার রিপা এবং বাংলাদেশ যুব ফুটবল দলের খেলোয়াড় সালাহ উদ্দিন শাহেদ আজকে যারা খেলছে তাদের অনুপ্রেরণা। চেষ্টা করলে টাইপালং থেকেও জাতীয় দলে খেলার সুযোগ মিলবে।

তারা বলেন এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন হলে আরো জাতীয় মানের খেলোয়াড় তৈরী হবে।

পরবতী ম্যাচ আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় একই ভ্যানুতে অনুষ্ঠিত হবে৷ প্রতিটি ম্যাচে টপ কালেকশন এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ সম্মাননা ক্রেস্ট।