সংবাদ বিজ্ঞপ্তি:
কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা -২৪ এর কক্সবাজার জেলা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় টায় কক্সবাজার শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কক্সবাজার জেলার অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১০ জনকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট সহ পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফোমারের কেন্দ্রীয় অন্যতম উপদেষ্টা হাফেজ মিজবাহুল করিম।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান, আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা , অন্যতম সদস্য সচিব তায়েফুল ইসলাম শাওয়াল সহ অন্যান্য সম্পাদক বৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।