জালাল উদ্দিন কাউছার, উখিয়ার:
‘উখিয়ার খোলাবাজারে টিসিবি পণ্য বিক্রি’ শিরোনামে জেলার প্রথম অনলাইন গণমাধ্যম সিবিএনে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে রবিবার (২১ ডিসেম্বর) কোটবাজার স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি করা স্থানীয় অসাধু ব্যবসায়ী আবু বক্করসহ তিন জনকে টিসিবি পণ্য মজুদ ও বিক্রির দায়ে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও জানান, ” টিসিবি পণ্য এভাবে বিক্রি বা মজুদ করা যায় না। যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সতর্ক করা হয়েছে।”
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান অভিযানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।