সিবিএন ডেস্ক:

বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। আজ (২১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, আন্তর্জাতিক চাপ বাড়াতে তারা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

তিনি আরও বলেন, গুম হওয়া ব্যক্তিদের পুনরুদ্ধার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের সহায়তা প্রয়োজন। পাশাপাশি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা গুমের ঘটনা সম্পর্কে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়।

বাংলাদেশের গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন।