সংবাদদাতা:
অতিরিক্ত রুম ভাড়া আদায়ের অভিযোগে দুইটি আবাসিক হোটেলকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুসারে আবাসিক হোটেলে লাইসেন্স না থাকায় এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে সেবামূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণ করায় ২ টি আবাসিক হোটেল কে মোবাইল কোর্টে ৬৫ হাজার টাকা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় কক্সবাজার মডেল থানা পুলিশ ফোর্স এবং ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।