সিবিএন ডেস্ক

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সকালে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ফরহাদ নামের এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চালতিপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। একই সময়ে হাসাড়া, ধলেশ্বরী টোল প্লাজাসহ বিভিন্ন স্থানে একাধিক বাস, প্রাইভেট কার এবং পিকআপ সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার শিকার ১০টি গাড়ির আরোহীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে মহাসড়কের দৃশ্যমানতা কমে যায়, যা দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর ভাগ্যকূল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন। বর্তমানে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে এবং মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।