নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট মিটিং সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী।

সিন্ডিকেট মিটিংয়ে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ) এর অতিরিক্ত সচিব খালেদা আক্তার, সিবিআইইউ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা, সদস্য ও ট্রাস্টি বোর্ড মনোনীত শিক্ষানুরাগী এ এস এম সাইফুর রহমান, ইউজিসি মনোনীত সদস্য ড. কাজী এস এম খাইরুল আলম কুদ্দুসী, সিবিআইইউ সিন্ডিকেট মনোনীত শিক্ষাবিদ ও চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, সিবিআইইউ ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, সিন্ডিকেট সভার পর্যবেক্ষক সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মুসতারিন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য রাজিদুল হক।

সভায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, বিগত সভার প্রস্তাবাবলী পঠন, বিভিন্ন বিষয় নিয়ে বিষদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।