বার্তা পরিবেশক:
কক্সবাজারের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় আমি নুরুল হুদাসহ তিনজনকে জড়িয়ে (২২-১২-২৪) তারিখে একটি সংবাদ প্রকাশিত হয়, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে আমাকে নিয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যমূলক।
প্রথমত, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার ফলে রাজনৈতিক, সামাজিক ও সকল শ্রেণির মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে আমার ছবি থাকতে পারে, যেগুলো কোন ব্যবসায়িক আলাপ নয়তো প্রাতিষ্ঠানিক মিটিংয়ে তোলা ছবি। সেই ছবি ব্যবহার করে মানহানি করা হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই।
প্রতিবেদনে আমার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে বানোয়াট মনগড়া গল্প সাজানো হয়েছে, সেটির নিন্দা জানাচ্ছি। আমি নিজের নিরাপত্তার জন্য সরকারের সকল নিয়ম মেনে যে বৈধ অস্ত্র নিয়েছি, সেটি কোনোদিন ব্যবহার করা তো দূরের কথা, টেস্ট ফায়ারও করিনি। আমাকে সরকার যে ১০০ রাউন্ড গুলি দিয়েছে, পুরোটা এখন প্রশাসনের কাছে জমা আছে।
এছাড়াও, আমাকে রাজনৈতিক যে ট্যাগ দেওয়া হয়েছে, সেই দল ও পদবী সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া, আমি কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নেই।
জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার যে ডাহা মিথ্যা অভিযোগ করা হয়েছে, সেটি আমাকে হতবাক করেছে। কারণ এই আন্দোলনে আমি একজন ব্যবসায়ী ও সচেতন নাগরিক হিসেবে আন্দোলনকারী অনেক ছেলেমেয়েকে সহযোগিতা করেছি, যার প্রমাণ বর্তমান বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সাথে কথা বললে প্রমান মিলবে।
সুতরাং, ব্যবসায়িক সফলতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মানহানি করছে।
প্রিয় সাংবাদিক মহল, আপনারা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। এতে জাতির বিবেক প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার অনুরোধ জানাচ্ছি।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল হুদা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।