মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্র (৬৫) আর নেই। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে চট্রগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে তিনি পরলোকগমন করেন।
অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্র কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড়ের প্রয়াত রবীন্দ্র লাল মিত্র ও রসুদা বালা মিত্রের সন্তান। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুওয়াই গ্রামের আদি বাসিন্দা। অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্র পরলোকগমনকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অত্যন্ত বিনয়ী, সদালাপী, স্বজ্জন, সংস্কৃতিমনা ও ক্রীড়াপ্রেমী অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্র ১৯৮৮ সালের ৮ এপ্রিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন সদস্য হিসাবে যোগদান করে সুদীর্ঘ ৩৬ বছর যাবৎ আইন পেশায় জড়িত ছিলেন।
রোববার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজার মহাশ্মশানে অ্যাডভোকেট রাখাল চন্দ্র মিত্রের অন্ত্যষ্ঠিক্রিয়া সম্পন্ন করা হয় বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।