সিবিএন ডেস্ক ;
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার মাধ্যমেই এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। গতকাল (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন বলে জানান তিনি।
সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি।
কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র অসুস্থদের মানবিক দিক বিবেচনায় আশ্রয় দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেছেন, দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা একে ‘স্লিপ অব টাং’ হিসেবে অভিহিত করে বলেন, গত দেড় থেকে দুই বছরের মধ্যে এই সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজিবি দিবসের এই বক্তব্যে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।