সিবিএন ডেস্ক ;
মাসকট উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের বিপিএল। মাঠের লড়াই শুরু হওয়ার আগে আয়োজিত হবে রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট। এছাড়া মিরপুরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে বিসিবি।
অন্যান্য দলের তুলনায় খাতা-কলমে কিছুটা দুর্বল থাকা রাজশাহী শক্তি বাড়াতে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে তারা ডিরেক্ট সাইনিংয়ে এনেছে জিসান আলম, এনামুল হক বিজয়, এবং তাসকিন আহমেদকে।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে মাঠের খেলা। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। রাজশাহী তাদের নতুন সংযোজন হারিসকে দিয়ে প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। এখন দেখার বিষয়, খাতা-কলমে খানিকটা পিছিয়ে থাকা রাজশাহী মাঠে কতটা দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।