সিবিএন ডেস্ক ;
গত মাসে ১৪ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ায় আগামী বছর থেকে এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ করেছে আলবেনিয়ার সরকার। রবিবার (২২ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় দুই কিশোরের তর্কের জের ধরে হত্যাকাণ্ড ঘটে। হত্যার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার পর অনেকেই তা সমর্থন করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
প্রধানমন্ত্রী এডি রামা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর শিশুদের সুরক্ষার স্বার্থে টিকটক এক বছরের জন্য নিষিদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা এক বছরের জন্য সম্পূর্ণভাবে এটি বন্ধ করব। আলবেনিয়াতে কোনো টিকটক থাকবে না।”
প্রধানমন্ত্রী রামা জানিয়েছেন, কিশোরদের মধ্যে সহিংসতা বৃদ্ধির জন্য টিকটকসহ সোশ্যাল মিডিয়াগুলো দায়ী।
উল্লেখ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কিছু দেশ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। অস্ট্রেলিয়াও ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।