সিবিএন ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোঙর করা জাহাজ থেকে প্রথমে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও তিনজনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাহাজে নিহতরা নাবিক ও কর্মচারী ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে বাধা দেওয়ায় তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।