সংবাদ বিজ্ঞপ্তি:

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদুল আলম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ভাইয়ের পরামর্শ ক্রমে চৌফলদন্ডী ইউনিয়নে নোমানিয়া মাদরাসা হেফজ ও এতিমখানা, মোহাম্মদীয়া এতিমখানা ও হাফেজ পাড়া তাহফীজুল কুরআন এবং সাধারণ শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন।
এ বিষয়ে মো: ফরিদুল আলম জানান, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জাফর আলম ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তফা কামাল, যুবদলের সভাপতি নাসির উদ্দিন, বিএনপির রাসেল মেম্বার, মৌলানা জামাল উদ্দিন, সৌদি প্রবাসী বিএনপি নেতা রিয়াদ মনি, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, দেলওয়ার, সৈয়দ নুর, আব্দুল হামিদ প্রমুখ।