সিবিএন ডেস্ক ;

বিপিএল ২০২৪-এর মূল আসর শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তবে তার আগেই শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

মিরপুরের মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্নের অংশ হিসেবে বিপিএলকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বিপিএলে থিম সং, মাস্কটসহ নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের খেলাকে আরও উপভোগ্য করে তুলবে।”

অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “আজকের মিউজিক ফেস্ট দিয়ে বিপিএলের আয়োজন শুরু হলো। এবারের আসরটি সবার জন্য বিশেষ কিছু হয়ে উঠবে। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং এবং গ্রাফিতি উন্মোচন করেছি। এখন অপেক্ষা মূল ইভেন্ট খেলা শুরু হওয়ার।”

বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। তার সঙ্গে দেশীয় ব্যান্ড এবং শিল্পীরাও এই উৎসবের অংশ। বিপিএল শুরুর আগেই এই আয়োজন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখা দিচ্ছে।