ভারতের অন্যতম কঠিন চূড়া পাঙ্গারচূলা জয় করেছেন বাংলাদেশের চার যুবক। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উত্তরাখণ্ডের জনপ্রিয় এই চূড়ায় পৌঁছান তারা।

উত্তরাখণ্ডের পাহাড়ি গাইডদের তথ্য অনুযায়ী, পাঙ্গারচূলা চূড়া ৪,৫৯৩ মিটার (১৫,০৬৯ ফুট) উচ্চতার। বাংলাদেশি অভিযাত্রীদের মধ্যে এই চূড়া জয় করার নজির খুবই কম। তবে মাহফুজ আনাম, শাহরিয়া মুন্না, আরেফিন রিফাত এবং মেহেদী হাসান জনি এই অসাধ্য অর্জন করেছেন।

পর্বত এক্সপেডিশন নামের গাইড এজেন্সি জানিয়েছে, অধিকাংশ অভিযাত্রী পাঙ্গারচূলার নিচের চূড়ায় গিয়ে থেমে যান। কিন্তু বাংলাদেশি এই দলটি মূল চূড়ায় উঠতে সক্ষম হয়েছেন, যা অত্যন্ত চ্যালেঞ্জিং।

২০ ডিসেম্বর রাতে বেস ক্যাম্প কুল্লারা থেকে যাত্রা শুরু করেন তারা। বিশাল পাথুরে বোল্ডার পাড়ি দিয়ে প্রায় ১৫ ঘণ্টার চেষ্টায় তারা চূড়ায় উঠেন এবং নিরাপদে নামেন। চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা হাতে ছবি তোলেন অভিযাত্রীরা।

দলের নেতা মেহেদী হাসান জনি বলেন, “এমন অভিযান ভবিষ্যতে আরও পাহাড় জয়ের উৎসাহ জোগাবে।”

প্রথম চূড়া স্পর্শ করা মাহফুজ আনাম বলেন, “এই অর্জন একদিন এভারেস্টসহ বিশ্বের উচ্চতম পাহাড় জয়ের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”