বার্তা পরিবেশক

কক্সবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত পনের নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরাম উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, ক্রীড়া সম্পাদক এম আর মাহাবুব, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার উদ্দিন, কার্য নির্বাহী সদস্য আবু ছিদ্দিক ওসমানী, শামসুল হক শারেক, এম আর খোকন ও মোয়াজ্জেম হোসাইন সাকিল।

কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের সভাপতি আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি মোস্তাফা, সদস্য যথাক্রমে আবুল শমা আজাদ, মৌলভী ফারহান উল্লাহ, মো. করিম উল্লাহ, আব্দু সাত্তার, শফিকুল ইসলাম ও ঈমাম হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার জেলার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা জন্য একসাথে কাজ করবেন। এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সদস্যরাসহ কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।