শহিদুল ইসলাম, সিবিএন:
পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে শফিউল্লাহ শেখরকে সভাপতি করা হয়।

বাকি ৪ জন সদস্য হলেন, এম জাফর আলম হেলালি, আমজাদ হোসেন, মোহাম্মদ আলম, শফিউল আলম।

২৪ ডিসেম্বর কক্সবাজার সদর সমবায় অফিসার জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম নতুন বাহারছাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে না পারায়,সমিতির দৈনন্দন ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমিতির সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সমবায় সমিতি আইন ২০০১ এর ১৮(৫) ধারা মোতাবেক নিম্নলিখিত সমিতির সদস্যদের সমন্বয়ে পাচঁ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নিয়োগ করা হল। যারা চার মাস অর্থাৎ একশত বিশ দিন সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।
এতে আরো বলা হয়েছে, নিয়োগকৃত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সমবায় সমিতি আইন ও বিধিমতে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করবেন।