সিবিএন ডেস্ক ;
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, পরীক্ষার তারিখ এবং পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, “চলতি সপ্তাহেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষার পদ্ধতি, বিষয়ভিত্তিক নম্বর এবং তারিখ সেখানে উল্লেখ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”
তিনি জানান, “এবার শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। যেমন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক বা ব্যবসায় অনুষদে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।”
উপ-উপাচার্য জানান, “মে মাসের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। গুচ্ছ পরীক্ষার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে।”
ভর্তি পরীক্ষা দেশের ৬৪টি জেলা শহরে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজেদের জেলা শহরেই পরীক্ষা দিতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এবার আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।