নিজস্ব প্রতিবেদক:
প্রান্তিক পোল্ট্রি শিল্পকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি দিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। কাজী, সিপি, প্যারাগনসহ যে সমস্ত কোম্পানি দীর্ঘদিন ধরে এই শিল্প কব্জায় রেখেছে তাদের বয়কটের আহবান জানিয়েছে তারা।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পরিষদের কনফারেন্স হলে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সভায় বক্তারা এসব দাবি তুলেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব
সাইদুর রহমান সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক।
তিনি বলেন, বিগত সময়ে খামারীদের নামে কোটি কোটি লুটপাট করেছে আওয়ামী লীগের কর্মকর্তারা। পোল্ট্রি শিল্পের সিন্ডিকেট ভাঙতে হবে। আগামীতে প্রত্যেকটি বরাদ্দের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এএম খালেকুজ্জামান।
তিনি বলেন, পোল্ট্রি শিল্পে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোন সিন্ডিকেট সহ্য করা হবে না। অধিকার আদায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জহির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
তিনি বলেন, ছাত্রজনতা রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সরকারি বেসরকারি অফিস আদালতগুলো দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পোল্ট্রি শিল্পকে অবৈধ সিন্ডিকেটমুক্ত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতা বাহারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, গণধিকার পরিষদ কক্সবাজার জেলার আহবায়ক হেলাল উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল কাইয়ুম জিদান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।
আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়।