ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারে “কাঙ্খিত শিক্ষানীতি ও আমাদের করণীয়” শীর্ষক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। সমকামিতা প্রমোট করে এমন কাউকে শিক্ষা ব্যবস্থার দায়িত্বে রাখা যাবে না। ২০১২ সালের শিক্ষা ব্যবস্থাকে পূনর্বহাল করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষকতা সর্বোচ্চ সম্মানের পেশা। এরপরও শিক্ষকরা এখনো অবহেলিত। যে সরকারই থাকুক না কেন সব শিক্ষককে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষকদের চাকুরি জাতীয়করণেরও দাবি উত্থাপন করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম।

ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ, কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও পৃষ্ঠপোষক জাহেদুল ইসলাম।

ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শাহজাহানের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াস উদ্দিন, প্রফেসর সানাউল্লাহ, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলম, জেলা মাধ্যমিক এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, কলেজ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল আলম খোন্দকার, মাদ্রাসা পর্যায়ের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ রফিক, কারিগরি পরিষদের সভাপতি অধ্যক্ষ দিদারুল্লাহ, প্রাথমিক পর্যায়ের সভাপতি মোঃ এনামুল হক, ইবতেদায়ী পর্যায়ের সভাপতি মাওলানা নুরুল হক।

অনুষ্ঠানে জেলা সহ-সভাপতি অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ জেলার বিভিন্ন কলেজ মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।