সিবিএন ডেস্ক ;
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলায় উন্নয়ন কার্যক্রম চালাবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না।”
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মধ্যে ৩ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, “আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এসেছি। শীতবস্ত্র বিতরণ শুধু একটি বাহানা। বর্তমান সরকার সংস্কার কার্যক্রম করবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন করবে।”
পরে তিনি জলঢাকা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সৈন্যাসীর ব্রিজ ও বুড়িতিস্তার মনছারের ঘাট পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অম্লান হোসেনসহ জলঢাকা উপজেলার আহসান হাবিব রক্সি, সাবাব তানজিম, নেওয়াজ নিশান, সাব্বির আহমেদ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।