পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার ওরফে বাসু (৮২) বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অম্বিকাপুরে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ড. জামাল আনোয়ার। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ড. জামাল আনোয়ার জীবনের একটি বড় অংশ জার্মানিতে কাটান এবং সেখানে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি জার্মানি, ঢাকা ও ফরিদপুরে সময় কাটাতেন।
জামাল আনোয়ারের প্রথম স্ত্রী জার্মানি প্রবাসী ছিলেন এবং ২০২১ সালে মৃত্যুবরণ করেন। তার প্রথম ঘরের ছেলে আনদ্রে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার এবং তাদের দুই মেয়ে মধুমালা জসীম উদ্দীন ও নকশি আনোয়ার জসীম উদ্দীন রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।