প্রায় আড়াইশ বছরের প্রতীক হয়ে থাকা ব্যাল্ড ঈগল এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।

ব্যাল্ড ঈগল শিকারি পাখিদের মধ্যে অন্যতম। সাদা মাথা, হলুদ বাঁকানো ঠোঁট, এবং উজ্জ্বল বাদামী পালকের জন্য এটি আলাদা পরিচিত। বিশ্বে প্রায় ৭৪ প্রজাতির ঈগল থাকলেও ব্যাল্ড ঈগল যুক্তরাষ্ট্রের প্রতীক হয়ে উঠেছে।

১৭৭৬ সালে স্বাধীনতা অর্জনের ছয় বছর পর ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের সরকারি সিল হিসেবে ব্যাল্ড ঈগলের ছবি ব্যবহার শুরু হয়। তবে এতদিন এটিকে জাতীয় প্রতীক হিসেবে গণ্য করলেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়নি। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন সেই স্বীকৃতি দিলেন।

ঈগলকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিলে সই করেছেন:

কংগ্রেস সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের পেনশন উত্তোলনের সুযোগ থাকবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নৃশংসতা প্রতিরোধে ‘ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড’ চালু। যুবসেবা সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে প্যারিস হিলটন সমর্থিত একটি বিল অনুমোদন।

দুই শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন জনগণের জন্য ব্যাল্ড ঈগল ছিল শক্তি ও গৌরবের প্রতীক। এবার এটি জাতীয় পাখির স্বীকৃতি পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।