সিবিএন:

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কক্সবাজার জেলা ইউনিটের কার্যকরী পরিষদের নেতা  মুক্তার আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি পাহাড়তলীর নিজ বাসভবনে আজ, ২৬ ডিসেম্বর ২০২৪ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা আজ সকাল ১১ ঘটিকার সময় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি আল্লাহ তাআলার ধৈর্য ও সহনশীলতা দানের প্রার্থনা জানাচ্ছি।