মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কক্সবাজার জেলা বার ইউনিটের কার্যকরী পরিষদের নেতা অ্যাডভোকেট মোক্তার আহমদ-৩ আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের পাহাড়তলীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

অ্যাডভোকেট মোক্তার আহমদ-৩ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি টেকনাফের হোয়াইক্ষ্যং সাতঘরিয়া পাড়ার মরহুম হোছন আলীর পুত্র এবং কক্সবাজার শহরের পাহাড়তলীর নুরুল হক কোম্পানির জামাতা। অ্যাডভোকেট মোক্তার আহমদ ২০০৭ সালের ৬ জুন একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও অনেক আত্মীয় স্বজন রেখে যান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অ্যাডভোকেট মোক্তার আহমদ এর প্রথম নামাজে জানাজা কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র। জানাজায় বিচারক, আইনজীবী সহ প্রচুর মুসল্লী অংশ নেন।

অ্যাডভোকেট মোক্তার আহমদ এর দ্বিতীয় নামাজে জানাজা টেকনাফের হোয়াইক্ষ্যং মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

শোক প্রকাশ :

অ্যাডভোকেট মোক্তার আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং কক্সবাজার জেলা বার ইউনিট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।