সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ফাইলপত্র।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ক্ষোভ প্রকাশ করেছেন সারজিস আলম। তিনি লেখেন, “গত ১৬ বছরে আমলাতন্ত্র আওয়ামী লীগের ক্ষমতার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। বিপ্লবীরা যখন দুর্নীতি উন্মোচন করতে শুরু করল, তখন আমলারা এসব অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে।”
সারজিস আলম বলেন, “রাষ্ট্র সংস্কার করতে হলে আমলাতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে।” তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে মেনশন করে লিখেছেন, “বিপ্লবী ভূমিকা গ্রহণ করুন, বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।”
এ ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ের আগুনে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হওয়া নিয়ে তদন্তের দাবি উঠেছে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।