এম ইউ বাহাদুর:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ৫৩ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো শ্রমিকরা অধিকার ফিরে পায়নি। শ্রমিকরা আজ চরম বৈষম্যের শিকার, কোন সরকারই পারেনি তাদের বৈষম্য দূর করতে।
পত্রিকা খুললেই দেখবেন শ্রমিকরা আন্দোলন করছে, এই শ্রমিকদেরকে বারবার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করছে
তাদেরকে প্রভাবিত করে তাদের কাঁদের উপর সিঁড়ি লাগিয়ে ক্ষমতায় গিয়েছে, ক্ষমতা পাওয়ার পর পর শ্রমিকদের ভূলে গেছে,তাদের অধিকারের কথা ভূলে গেছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমাদের শ্রমিকদের খুব বেশি আশা আকাঙ্ক্ষা নেই দশতালার বিল্ডিং করবে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করবে। শ্রমিকরা চাই তাদের ঘাম ঝরার অধিকার। পরিবহন শ্রমিক ফেডারেশনের এই উপদেষ্টা আরো বলেন, পরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত ও বৈষম্যের শিকার হচ্ছে ।
চাঁদাবাজ নামধারী শ্রমিক নেতারা এখনো তাদের চাঁদাবাজি অব্যাহত রেখেছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে গণপতিরোধ গড়ে তুলতে হবে।
ব্যাংক রিসিভ ধারী রেজিস্ট্রেশনকৃত সিএনজি পুলিশি হয়রানি বন্ধ ও সকল পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র দেওয়া সহ এসব দাবি তুলে তিনি আরো বলেন,বারবার শাসকের পরিবর্তন হয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সার্বিকভাবে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের সামনে একটি অপার সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশকে ন্যায়-ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কাজ করে যাচ্ছে।
তাই আসুন এই সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে ন্যায়-ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র তথা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করে তুলি।
জেলা সভাপতি মুহাম্মদ শাহ জাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার (সদর-রামু ও ঈদগাহ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সংগঠনের উপদেষ্টা শহিদুল আলম বাহাদুর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, উপদেষ্টা নুরুল আমীন, ছানা উল্লাহ।
বক্তব্য রাখেন শ্রমিকনেতা শাহ আলম, আবুল হোসেন মেম্বার, আবু হানিফা আন-নোমান, শফিকুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ শাহ জাহান কে সভাপতি, ছৈয়দ নুর কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলার কমিটি ঘোষণা করেন।