জে. জাহেদ, সিবিএন:
চট্টগ্রাম নগরীর দেবপাহাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ ৫২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।
দেবপাহাড়ের বাসা থেকে গ্রেপ্তারের ঠিক আগে নাজনীন সরওয়ার কাবেরী তার ফেসবুক টাইমলাইনে ২৯ সেকেন্ডের এক লাইভ ভিডিও প্রচার করেন। এ সময় বহিরাগত একদল লোকের চিৎকার-চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। এ সময় কিছু লোক কাবেরীর বাসায় হামলার চেষ্টা করে। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে নিয়ে যান। চকবাজার থানার পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল লোক মিছিল করে। তবে তারা কোন দলের, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে নাজনীন সরওয়ার কাবেরীর নামে কোনো মামলার খবর পাওয়া যায়নি। এ কারণে তিনি নিজ বাসাতেই থাকতেন বলে তার পারিবারিক একটি সূত্র জানিয়েছে।
সিএমপি পুলিশ সূত্র জানায়, সকালে কক্সবাজারের উদ্দেশ্যে এই আওয়ামী লীগ নেত্রীকে নিয়ে যাবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।