সিবিএন ডেস্ক ;
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস জানান, নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে ভূমিকা সীমিত। তবে সংস্কারের কাজ চলমান রাখতে নাগরিকদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধশক্তির চক্রান্ত ঐক্যকে আরও মজবুত করেছে। সংস্কারের এই প্রচেষ্টায় সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “ফ্যাসিবাদ বাংলাদেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। গণতান্ত্রিক বাংলাদেশে পেছনে ফেরার সুযোগ নেই।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।