চলমান শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজার বিদ্যুৎ অফিস ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ শুরু করতে যাচ্ছে। এ কারণে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

শনিবার (২৮ ডিসেম্বর):
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদর হাসপাতাল, এসপি অফিস, ডিসি অফিস, হিল টপ ও হিল ডাউন সার্কিট হাউজ, বিটিসিএল, সড়ক ও জনপথ বিভাগের অফিস, স্টেডিয়াম পাড়া, শহীদ মিনার রোড, হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত, বিসিক এরিয়া, র‍্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহাল, এস এম পাড়া ও খুরুস্কুল রাস্তার মাথাসহ তৎসংলগ্ন এলাকায়।

রবিবার (২৯ ডিসেম্বর), মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (২ জানুয়ারি):
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মেরিন ড্রাইভ রোডের বেইলী হ্যাচারী হতে মাংগালা পাড়া, বড়ছড়া, শুকনাছড়ি, হিমছড়ি ও তৎসংলগ্ন এলাকায়।

সোমবার (৩০ ডিসেম্বর):
হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, আলির জাহাল, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, উত্তরণ, বাসর্টামিনাল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, সিএনজি ফিলিং স্টেশন, পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত বিসিক এরিয়া, র‍্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, নাফকুঞ্জ পাড়া ও তৎসংলগ্ন এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ জানুয়ারি):
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পেশকারপাড়া, স্লুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আছিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট, সৈকত আবাসিক এলাকা ব্লক (বি, সি), উত্তর আদর্শগ্রাম ও তৎসংলগ্ন এলাকায়।

কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।