সিবিএন ডেস্ক ;

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা দেশের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী। তাই তাদের মতামতকে মূল্যায়ন করতে ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত “জাতীয় সংলাপ-২০২৪”-এর উদ্বোধনী ভাষণে তিনি ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের কাজ। তবে সংস্কারের জন্য সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। যারা ভোটার নন, তারাও সংস্কারের কাজে নিজেদের সম্পৃক্ত করুন।

সংস্কারের কাজ সহজ করতে ইতোমধ্যে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। জানুয়ারি মাসে এসব কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিটি কমিশন বিকল্প সুপারিশ তৈরি করে জাতির সামনে উপস্থাপন করবে। তবে কমিশনের সুপারিশ মানা বাধ্যতামূলক নয় বলে তিনি জানান।

ড. ইউনূস বলেন, “আমরা দ্রুত একটি ঐক্যমতে পৌঁছে সংস্কারের কাজগুলো শেষ করতে চাই। নির্বাচনের পথে এগিয়ে যেতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া নির্ধারণ করা সহজ হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং সংস্কারের কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।