সিবিএন ডেস্ক ;

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া টোল প্লাজায় বাসের ধাক্কায় ছয়জন নিহত।  নিহতদের মধ্যে আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)।

টোল প্লাজায় অপেক্ষারত মাইক্রোবাসে বাসের ধাক্কা, যা মোটরসাইকেল ও প্রাইভেটকারকেও আঘাত করে।

নিহতরা আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন।

আহত চারজন মিটফোর্ড হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতালে।