সিবিএন ডেস্ক ;
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।
চট্টগ্রাম মডেল মসজিদ পরিদর্শনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
২০২৪ সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ জন হাফেজ সাফল্য অর্জন করেছেন, যার মধ্যে একজন নারী।
মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী হাফেজদের সম্মাননা প্রদান করেন ধর্ম উপদেষ্টা।
দেশের ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প চলমান।
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
এ ক্যাটাগরি: ৬৪টি জেলা ও সিটি করপোরেশনে লিফট সুবিধাসহ চারতলা মসজিদ।
বি ক্যাটাগরি: ৪৭৫টি মসজিদ, প্রতিটি ১,৬৮০ বর্গমিটার ফ্লোর স্পেস।
সি ক্যাটাগরি: উপকূলীয় অঞ্চলে ১৬টি মসজিদ, প্রতিটি ২,০৫২ বর্গমিটার মেঝে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।