সিবিএন ডেস্ক ;

উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা
চলতি বছরের আগস্টে উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আস সুন্নাহ ফাউন্ডেশন পাচ্ছে ক্লাইমেট ইম্প্যাক্ট প্রজেক্ট অব দ্য ইয়ার এওয়ার্ড।

ফেনীর ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও স্বেচ্ছাসেবী তৎপরতার জন্য লোকাল ক্লাইমেট রিজিলিয়েন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার।

অনুষ্ঠানে পুরস্কার পাচ্ছেন আরও ৯ ব্যক্তি ও সংস্থা
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তরুণ পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রো আয়োজিত এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অ্যান্ড এওয়ার্ড-এ এই সম্মাননা দেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় পুরস্কৃতরা হলেন: গ্রিন কন্টেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার: উম্মে কুলসুম পপি ও আবু সাঈদ আল সাগর। পরিবেশবাদী নেতৃত্ব: শরীফ জামিল (ধরিত্রীর জন্য আমরা-ধরা)। তরুণ জলবায়ু নেতৃত্ব: সোহানুর রহমান (ইয়ুথ নেট)। সাংবাদিকতা: মাহমুদ রাকিব (এখন টিভি)। গবেষণা: এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।সবুজ প্রতিষ্ঠান: এসিআই এগ্রো বিজনেস।পরিবেশবান্ধব উদ্ভাবন: শৈলবৃক্ষ।পরিবেশবান্ধব কারখানা: বায়োফার্মা।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শন, প্যানেল আলোচনা, পরিবেশবিষয়ক ফ্যাশন শো, গবেষণা জার্নাল ‘প্রকৃতি’র উদ্বোধন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সমাপনীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, “এ আয়োজন তরুণ প্রজন্মকে টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে।”

এ আয়োজনের সহযোগী: সানফাই ফার্নিচার।
স্ট্রাটেজিক পার্টনার: বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (CAPS)।
নলেজ পার্টনার: দ্য আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।