হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাজানপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামা’য়াতসহকারে নামাজ আদায় করায় পুরস্কৃত হয়েছে ১৮ শিশু ও কিশোর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন রাহাজানপাড়া জামে মসজিদের খতীব মাওলানা মাহবুব ইলাহী।
এই উদ্যোগটি নিয়েছেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাঈম উল্লাহ খান। সহযোগিতায় ছিলেন মসজিদের সভাপতি ফোরকান আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মকবুল সুবাহান। পুরস্কার হিসেবে দেওয়া হয় স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতীববৃন্দও উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি ফোরকান আহমেদ বলেন, “এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন তরুণ ও যুবকদের মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের ধন্যবাদ জানাই।”
এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।