মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার;

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেছে কক্সবাজার পৌর বিএনপি। গতকাল ২৭ ডিসেম্বর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘ সতেরো বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে প্রেসক্লাবে এসে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।” তিনি আরও বলেন, “পৌর বিএনপির কোনো নেতা-কর্মী যদি চাঁদাবাজি বা দখলবাজিতে লিপ্ত থাকে, তবে সেই বিষয়ে সাংবাদিকরা নির্ভয়ে লিখবেন। সাংবাদিকদের সহায়তায় আমরা সেসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”

তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমে পৌর বিএনপি পাশে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কাশেমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। প্রেসক্লাবের কার্যকরী কমিটির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনসার হোসেন, এবং নির্বাহী সদস্য মোর্শেদুর রহমান খোকন ও মোয়াজ্জেম হোসেন সাকিল।

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পৌর বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান।