সিবিএন স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল ১-০ ব্যবধানে হারিয়েছে ইপসউইচ টাউনকে। একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।
খেলার শুরু থেকেই আর্সেনাল প্রতিপক্ষকে চাপে রেখে আক্রমণ চালায়। ম্যাচের ২৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হাভার্টজ আলতো টোকায় বল জালে জড়ান।
বাকি সময়ে আক্রমণের ধার বজায় রাখলেও আর কোনো গোল পায়নি গানাররা। হাভার্টজের এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ের ফলে চেলসিকে পেছনে ফেলে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।