সিবিএন ডেস্ক

সিলেটের সীমান্তে একদিনের ব্যবধানে আরেকটি গুলিবিদ্ধ বাংলাদেশি মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে সবুজ মিয়া নামের এক ব্যক্তির মরদেহ তার সহযোগীরা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বিজিবি ও পুলিশ গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজসহ কয়েকজনের সঙ্গে ভারতীয় খাসিয়াদের কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জেরেই খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হন।