নির্বাচনী প্রচার উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, বরং এটি তার মায়ের কোলে ফিরে এসেছে।’ তিনি দাবি করেন, ৫ আগস্টের পর ডাকাতের বেশে নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল, কিন্তু তারা পালিয়ে এসেছে।
শফিকুর রহমান আরও বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কখনো কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না। বরং একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা তাদের ইচ্ছায় পর্দা করবে।’
তিনি তার বক্তৃতায় জামায়াতে ইসলামী সরকারের লক্ষ্যকে তুলে ধরে বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।’ তিনি জাতীয় উন্নয়নে সকল শ্রেণির মানুষকে একযোগভাবে কাজ করার আহ্বান জানান।
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, ‘শেখ হাসিনা চুরি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন।’ তার দাবি, বর্তমান সরকারের চেতনাবাজির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, এবং নতুন প্রজন্ম এখন তাদের মুখোশ উন্মোচন করেছে।
সৈয়দপুরের এই পথসভায় জামায়াতে ইসলামী নেতারা বক্তব্য দেন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হাকিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।