ঢাবি প্রতিনিধি;
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে গাড়ি প্রবেশ সীমিত করার ঘোষণা দিয়েছে।
৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত শুধুমাত্র ঢাবি স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা যানবাহন (যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিকদের গাড়ি) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত প্রবেশপথে শুধুমাত্র বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবেন।
ক্যাম্পাসে কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।