আব্দুস সালাম, টেকনাফ :
সীমান্তের মাদক নির্মূল ও দালালচক্র দমনে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে দমদমিয়া বিএডব্লিউটিএ ঘাট এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মাদক শুধু টেকনাফের সমস্যা নয়, এটি পুরো দেশের সমস্যা। মাদক নির্মূলে সরকার আরও কঠোর অবস্থানে যাবে। পাশাপাশি মসজিদে জুমার খুতবায় মাদকের কুফল সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের আরকান আর্মির মংডু দখলের পর সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের রেজিস্ট্রেশনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা নিয়মিত খাদ্যসামগ্রী পাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ আছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মাছ ধরা শুরু হবে।”
সোমবার সকাল সাড়ে দশটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টেকনাফ ব্যাটালিয়নে পৌঁছে তিনি বিজিবির দমদমিয়া বিওপি ও নাফ নদীর সীমান্তে তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
সফরে তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।